Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

ভৌগলিক পরিচিতি

রাজশাহী জেলাধীন পবা উপজেলা ০৮ টি ইউনিয়ন ও ২টি পৌরসভা সমন্বয়ে গঠিত যার আয়তন ২৮০.৪২০ বর্গ কিঃ মিঃ। ১৯৮৩ সালের ১১ নভেম্বর পবাকে থানা হতে উপজেলায় উন্নীত করা হয়। পবা মৌজা হতে পবা উপজেলার নামকরণ হয়। পূর্বে পবা মৌজায় পবা থানা অবস্থিত ছিল। সিটি কর্পোরেশন প্রতিষ্ঠিত হওয়ার পর পবা মৌজা সিটি কর্পোরেশনের অন্তর্ভুক্ত হয় এবং পবা থানার নামকরণ করা হয় শাহমখদুম থানা। কিন্তু পবা উপজেলার নামটি অপরিবর্তিত থেকে যায়।

বাংলাদেশের উত্তর পশ্চিমে বরেন্দ্র ভূমি রাজশাহী জেলার অর্ন্তগত ফলমুল আর কৃষি সমৃদ্ধ উপজেলা পবা।

ভৌগলিকভাবে এ উপজেলা ২৪.২৩ থেকে ২৪.৩২ উত্তর অক্ষাংশ এবং ৮৮.৪০ থেকে ৮৮.৫২ পূর্ব দ্রাঘিমাংশে অবস্থিত।

সমৃদ্ধ কৃষি আর ইতিহাস- ঐতিহ্যপূর্ণ পবা উপজেলাটি রাজশাহী জেলা শহর হতে ৬ কিলোমিটার দক্ষিণ কোণেঅবস্থিত।