Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

বার্তা

 

ডিজিটাল বাংলাদেশ গড়া ও জনগণের দোড়গোড়ায় সেবা পৌঁছানোর প্রত্যয়ে পবা উপজেলার প্রতিটি ইউনিয়নে ইউনিয়ন তথ্য ও সেবা কেন্দ্র প্রতিষ্ঠা করা হয়েছে।এর মাধ্যমে জনগন সরকারী সেবা সংক্রান্ত তথ্য সম্পর্কে জানতে পারছে এবং অনলাইনভিত্তিক সেবা গ্রহণ করতে পারছে।তথ্য অধিকার আইন-২০০৯ এর আওতায় চাহিবামাত্র জনসাধারনকে তথ্য প্রদান করা হচ্ছে। সুদৃশ্য ও বড় বিলবোর্ডে সরকারী দপ্তরসমূহের সিটিজেন চার্টার টানানো হয়েছে।উপজেলা ও ইউনিয়ন ওয়েব পোর্টাল তৈরীর কাজ সম্পন্ন হয়েছে। উপজেলার বিভিন্ন সরকারী দপ্তর ও স্থানীয় সরকার প্রতিষ্ঠানসমূহে সততা, স্বচ্ছতা ও জবাবদিহীতার ভিত্তিতে কার্যক্রম পরিচালনার জন্য সেমিনার, কর্মশালা ও প্রশিক্ষণসহ নানামূখী কার্যক্রম গ্রহন করা হয়েছে।সহজে সেবা পাওয়ার বিষয়ে জনসাধারনের মাঝে সচেতনতা তৈরীর পদক্ষেপ গ্রহন করা হয়েছে।সরকারী-বেসরকারী কর্মকর্তা, জনপ্রতিনিধি, সুশীল সমাজ ও জনগনের মধ্যে সুসমন্বয় এর মাধ্যমে উ্ন্য়ন পরিকল্পনা গ্রহন ও বাস্তবায়ন করা হচ্ছে। সর্বোপরি উন্নয়ন কর্মকান্ড, সেবা প্রদান, স্বচ্ছতা ও জবাবদিহীতার ক্ষেত্রে পবা উপজেলাকে একটি মডেল উপজেলা হিসেবে গড়ে তোলার নিরন্তর প্রচেষ্টা চলছে। আমাদের এই মহতী প্রচেষ্টায় সংশ্লিষ্ট সকলের আন্তরিক সহযোগিতা কামনা করছি।

 

মোঃ কায়ছারুল ইসলাম
উপজেলা নির্বাহী অফিসার,
পবা, রাজশাহী
টেলিফোন: ০৭২১-৭৬১৭৯৯
email: unopaba@mopa.gov.bd