পবা মূলতঃ কৃষি নির্ভর। এখানকার সিংহভাগ মানুষের জীবিকার প্রধান উৎস কৃষি। তাই এখানে গড়ে উঠেছে বেশ কিছূ কৃষি ভিত্তিক শিল্প প্রতিষ্ঠান। এর মধ্যে একটি সরকারী ও চারটি বেসরকারী সহ মোট পাঁচটি জুট মিল,একটি সুগারমিল,বারটি কোল্ড স্টোরেজ ,শতাধিক রাইস মিল,পঞ্চাশটি ইট ভাটা ও বারটি হাট বাজার রয়েছে । ব্যাবসা বানিজ্য মূলত নওহাটা,কাটাখালী,দামকুড়া,দারুশা ও রামচন্দ্রপুর কেন্দ্রিক। পবা থেকে প্রতিদিন শতশত টন টাটকা শাকসবজি রাজশাহী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করাহয়। এ ছাড়া এখানকার ফরমালিনমুক্ত জীবিত মাছ জীবিত অবস্থায় দেশের বিভিন্ন প্রান্তে পাঠানো হয়।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS