Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

Image
Title
উপজেলা পরিষদ ভবন
Details

 

পবা উপজেলার পটভূমি

 

          রাজশাহী জেলার অন্তর্গত পবা উপজেলার আয়তন ২৮০.৪২০ বর্গ কিঃ মিঃ যার উত্তরে মোহনপুর ও তানোর উপজেলা, দক্ষিণে চারঘাট উপজেলা ও ভারতের পশ্চিমবঙ্গ, পূর্বে পুঠিয়া ও দূর্গাপুর উপজেলা এবং পশ্চিমে গোদাগাড়ী উপজেলা । পবা উপজেলাটি রাজশাহী সিটি কর্পোরেশন সংলগ্ন একটি উপজেলা । ১৯৮৩ সালের ১১ নভেম্বর পবা-কে থানা হতে উপজেলায় উন্নীত করা হয় । পবা মৌজা হতে পবা উপজেলার নামকরণ হয় । পূর্বে পবা মৌজায় পবা থানা অবস্থিত ছিল। সিটি কর্পোরেশন প্রতিষ্ঠিত হওয়ার পর পবা মৌজাটি সিটি কর্পোরেশনের অন্তর্ভুক্ত হয় এবং পবা থানার নামকরণ করা হয় শাহ্মখদুম থানা । কিন্তু পবা উপজেলার নামটি অপরিবর্তিত থেকে যায় । বর্তমানে পবা থানাটি পবা উপজেলার নওহাটা পৌরসভায় অবস্থিত । পবা উপজেলায় একটি বিমান বন্দর, একটি সুগার মিল ও একাধিক বৃহৎ কোল্ড স্টোরেজ রয়েছে ।