রাজশাহী জেলার অন্তর্গত পবা উপজেলার আয়তন ২৮০.৪২০ বর্গ কিঃ মিঃ যার উত্তরে মোহনপুর ও তানোর উপজেলা, দক্ষিণে চারঘাট উপজেলা ও ভারতের পশ্চিমবঙ্গ, পূর্বে পুঠিয়া ও দূর্গাপুর উপজেলা এবং পশ্চিমে গোদাগাড়ী উপজেলা । পবা উপজেলাটি রাজশাহী সিটি কর্পোরেশন সংলগ্ন একটি উপজেলা । ১৯৮৩ সালের ১১ নভেম্বর পবা-কে থানা হতে উপজেলায় উন্নীত করা হয় । পবা মৌজা হতে পবা উপজেলার নামকরণ হয় । পূর্বে পবা মৌজায় পবা থানা অবস্থিত ছিল। সিটি কর্পোরেশন প্রতিষ্ঠিত হওয়ার পর পবা মৌজাটি সিটি কর্পোরেশনের অন্তর্ভুক্ত হয় এবং পবা থানার নামকরণ করা হয় শাহ্মখদুম থানা । কিন্তু পবা উপজেলার নামটি অপরিবর্তিত থেকে যায় । বর্তমানে পবা থানাটি পবা উপজেলার নওহাটা পৌরসভায় অবস্থিত । পবা উপজেলায় একটি বিমান বন্দর, একটি সুগার মিল ও একাধিক বৃহৎ কোল্ড স্টোরেজ রয়েছে ।